ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু

খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর মারা গেছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও সাগরের ছোট ভাই রিক্কন।

এর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সাগর।

সেখান থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।

মঙ্গলবার তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।