ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড়িকা এক্সপ্রেসের নিচে পড়ে পথশিশুর পা বিচ্ছিন্ন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
পাহাড়িকা এক্সপ্রেসের নিচে পড়ে পথশিশুর পা বিচ্ছিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে পা হারানো শিশু। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার কুলাউড়া রেলস্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ডান পা হারিয়েছে ১০ বছরের এক পথশিশু।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুটি স্টেশন এলাকায় থাকে। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, মঙ্গলবার দুপুরে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসটি কুলাউড়া রেলস্টেশনে ঢুকছিল। এ সময় রেললাইনে রাখা একটি বোতল কুড়াতে যায় ওই পথশিশুটি। স্টেশনে ট্রেন ঢুকায় লোকজন চিৎকার-চেঁচামেচি করে বাধা দিলেও বোতলটি কুড়াতে গিয়ে পথশিশুটির ডান পা ট্রেনের নিচে কাটা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।