ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১০৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বাংলানিউজকে জানান, আটক ১০৫ জনের কাছ থেকে ১৫ হাজার ২৭৯ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯০ গ্রাম গাঁজা ও এক বোতল দেশি মদ জব্দ করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এমএমআই/আরআইএস