মেহেরপুর: প্রতিবেশীর টাঙানো দড়িতে কাপড় মেলতে গিয়ে আঙুল হারালেন শান্তয়ারা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী মহির উদ্দীনের স্ত্রী হাজেরা খাতুন ও তার মেয়ে পপি খাতুন হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান আহত শান্তয়ারা খাতুনের ছেলে জাহিদ হোসেন।
জাহিদ হোসেন জানান, প্রতিবেশী মহির উদ্দীনের বাড়িতে টাঙানো দড়িতে কিছু কাপড় মেলতে গিয়েছিলেন আমার মা। এতে ক্ষিপ্ত হয়ে হাজেরা খাতুন আমার মাকে প্রচণ্ড গালাগাল করেন। এতে মা প্রতিবাদ করলে হাজেরা খাতুনের মেয়ে পপি খাতুন আমার মায়ের চুল ধরে মারধর শুরু করলে পপির মা হাজেরা খাতুনও তাতে যোগ দেন। এসময় কামড় দিয়ে আমার মায়ের একটি আঙুলের অর্ধেক ছিঁড়ে নেন। এছাড়া অন্য হাতের একটি আঙুল ভেঙে দেন। তার চিৎকারে অন্য প্রতিবেশীরা ছুটে গিয়ে মাকে উদ্ধার করেন।
আহত অবস্থায় মাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
দায়িত্বরত চিকিৎসক (স্যাকমো) সোহাগ হোসেন জানান, শান্তয়ারা খাতুনের বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান হাতের একটি আঙুল ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শান্তয়ারা খাতুনের ছেলে জাহিদ হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
আরএ