ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
যাত্রাবাড়ীতে ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. মামুনুর রশীদ ও মো. তাজ উদ্দিন টিটু।

যাত্রাবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, যাত্রাবাড়ী এলাকায় সুফিয়া গার্মেন্টসের সামনে দুইজন মাদক বিক্রেতা ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রশীদ ও টিটুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।