ঢাকা: রাজধানীর শাহআলী এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফয়সাল আহম্মেদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ।
এ সময় তার কাজ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদে শাহআলী থানার গোড়ান চটবাড়ির একটি বাসার সামনে অভিযান চালিয়ে ফয়সালকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফয়সাল ছিনতাইকারি বাবু বাহিনীর প্রধান সহযোগী হিসাবে কাজ করে ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন মাধ্যমে ছিনতাই করেন। তার বিরুদ্ধে শাহআলী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এজেডএস/এসআইএস