ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে নতুন হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে নতুন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ

ঢাকা: রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে মালদ্বীপের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।

তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এস এম আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।

এস এম আবুল কালাম আজাদ বর্তমান হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।


বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।