ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে দুই কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
পানছড়িতে দুই কেজি গাঁজাসহ যুবক আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি থেকে দুই কেজি গাঁজাসহ মো. সালমান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে সালমান দুই কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েন। এ সময় অপর দুইজন পালিয়ে যায়।

সালমান পানছড়ির কলোনি পাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।