ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় সীমান্তে অর্ধকোটি টাকার শাড়ি-লেহেঙ্গা জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
ভারতীয় সীমান্তে অর্ধকোটি টাকার শাড়ি-লেহেঙ্গা জব্দ  জব্দ ভারতীয় মালামাল

নেত্রকোনা: ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং সেভেন ওয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩১ নেত্রকোনা। জব্দ মালামালের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নেত্রকোনা ৩১ বিজিবি।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিওপি থেকে ১০ সদস্যের একটি টহল দল কর্তৃক পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেলসহ ১৯০ পিস ভারতীয় শাড়ি, ৩৫০ পিস লেহেঙ্গা ও ২৫০ পিস সেভেন ওয়েল জব্দ করে নেত্রকোনা ৩১ বিজিবির সদস্যরা। জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৩ লাখ ২৮ হাজার টাকা। জব্দ চোরাচালানী মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।