ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে গাঁজাসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
বোয়ালমারীতে গাঁজাসহ আটক ২ 

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে এক কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম।

   

আটকরা হলেন- বোয়ালমারী উপজেলার সূর্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে শহিদুল শেখ (৩৬) ও একই গ্রামের চান্দু মিয়ার ছেলে মো. জালাল (৩৭)।

কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বোয়ালমারীর সূর্যদিয়া গ্রামের একটি ইটভাটার সামনে থেকে একটি পিকআপভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে এক কেজি গাঁজা, দু’টি মোবাইলফোন, দু’টি সিমকার্ড জব্দসহ ওই দু’জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও। আটক দু’জনের নামে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।