ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিঙ্গাইরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
সিঙ্গাইরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে ইট বোঝাই ট্রাকচাপায় রাজিয়া বেগম (২৭) নামে মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।  

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই এলাকার নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী ও এক সন্তানের জননী।

পুলিশ জানায়, রাজিয়া আক্তার স্বামীর সঙ্গে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় এমএমবি ইটভাটার ইট বোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে রাজিয়া বেগম ছিটকে পড়ে যায়। পরে ওই ট্রাকের পিছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।