ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে অসুস্থ, ঢামেকে বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
কারাগারে অসুস্থ, ঢামেকে বন্দির মৃত্যু

ঢাকা: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম (৬০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. মামুন বলেন, নূর ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তাকে কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল। ঢামেক হাসপাতালে তাকে কয়েক দফা চিকিৎসা দেওয়া হয়।

বুধবার বিকেলে কারাগারের ভেতর অচেতন হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি কোন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ওই বন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম অনু মিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।