ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পৌনে ১১ কোটি পোনা জব্দ, ১০ জেলে আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
পৌনে ১১ কোটি পোনা জব্দ, ১০ জেলে আটক পৌনে ১১ কোটি পোনা মাছ জব্দ

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে কোস্টগার্ডের অভিযানে ১০ কোটি ৮ লাখ ৭ হাজার পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ অভিযান চালানো করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ বাংলানিউজকে জানান, সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পাথরঘাটার পদ্মা এলাকায় মাছ ধরার ট্রলারে ১০ জন জেলে ফাইস্যা মাছের পোনা ধরা হয়েছে— এমন গোপন তথ্যে ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০ কোটি ৮ লাখ ৭ হাজার পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ পোনা মাছগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে জবানবন্দি নিয়ে আটক ১০ জেলেকে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।