ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

করোনার টিকা পেলেন দুবলার চরের জেলেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
করোনার টিকা পেলেন দুবলার চরের জেলেরা

বাগেরহাট: বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন দুবলার চরের জেলেদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জের দুর্গম এই চরে করোনা টিকা কার্যক্রম পরিচালনা করছে।

 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই টিকা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেবরিনা ফ্লোরা, রেড ক্রিসেন্ট বাংলাদেশের  চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ. ওহাব, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিজওয়ান শাফিক সৌর, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও জেলেরা উপস্থিত ছিলেন।

টিকা দান কার্যক্রম পরিদর্শন শেষে জেলেদের উদ্দেশে সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেন, করোনার শুরু থেকে আমরা সংক্রমণ রোধে কাজ করেছি। মানুষকে সচেতন করেছি। এরপরে যখন টিকা আবিষ্কার হয়ছে, তখন দেশের মানুষকে টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে আমরা সব ধরনের ব্যবস্থা করেছি। যে কারণে করোনা ভ্যাকসিন কার্যক্রমে পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান ১০ নম্বরে রয়েছে।  

সচিব আরও বলেন, আমরা দেশের সকল মানুষকে টিকা দিতে চাই। এজন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থা করেছি আমরা। ছিন্নমুল ও দুর্গম অঞ্চলে থাকা মানুষদের টিকা দেওয়া শুরু করেছি। এর ধারাবাহিকতায় জনবিচ্ছিন্ন দুর্গম দুবলার চরে টিকা কার্যক্রম শুরু করেছি।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ বলেন, আমরা জেলেদের জনসন অ্যান্ড জনসন এর টিকা দিয়েছি। এর একটি ডোজই যথেষ্ট। এছাড়া দুই একজন জেলে রয়েছেন, যারা আগে একডোজ টিকা দিয়েছেন তাদের জন্য আমরা অন্য টিকার ব্যবস্থা করেছি। আশাকরি আমরা দুবলার চরে অবস্থানরত সকল জেলেকে টিকা দিতে পারব।

অন্যদিকে, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ আহরণকারী জেলেদের জন্য এক হাজার লাইফ জ্যাকেট প্রদানের ঘোষণা দেন রেড ক্রিসেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ. ওহাব।

এর আগে, বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারে সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়াসহ অতিথিরা দুবলার চরে আসেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুবলার চরে এই টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ২ হাজার ৫০০ জেলেকে টিকা দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বুধবার রাত পর্যন্ত এ টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।