ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ও পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
নেত্রকোনায় বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ও পুরস্কার বিতরণ

নেত্রকোনা: নেত্রকোনায় দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ১৪২৮ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা পৌর শহরের নাগড়া আয়শা কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স মা ট্রেডিং’ আয়োজনে এ শুভ হালখাতা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মা ট্রেডিংয়ের পরিচালক আব্দুর রউফ।

এসময় বসুন্ধরা সিমেন্ট সেক্টর ময়মনসিংহ এরিয়া ম্যানেজার মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর চিফ মার্কেটিং অফিসার কিংশুক হোসাইন।

এতে বক্তব্য দেন- সিমেন্ট সেক্টর জোন হেড জিয়ারুল ইসলাম, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এজিএম সাইফুল ইসলাম রুবেল, নিউ মোখলেস ট্রেডার্স গফরগাঁও এর পরিচালক মোশাররফ হোসেন, ডিভিশনাল সেল ইন-চার্জ রাজু আহমেদসহ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার  দুই শতাধিক ব্যবসায়ী, ঠিকাদার, ইঞ্জিনিয়ার ও বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হালখাতা অনুষ্ঠানের আলোচনা শেষে ব্যবসায়ীদের মধ্যে সেরা বিক্রেতা ১৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার কারী নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর হামিদ ট্রেডার্সকে একটি হোন্ডা ব্র্যান্ডের লিভো হাইড্রোলিক মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার পূর্বধলা উপজেলার খন্দকার এন্টারপ্রাইজকে একটি নন হাইড্রোলিক মোটরসাইকেল দেওয়া হয়। গত বছর নেত্রকোনা জেলায় প্রায় তিন লক্ষাধিক ব্যাগ বসুন্ধরা সিমেন্ট বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা। পরে মধ্যাহ্নভোজ শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।