ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতখানে ট্রলারডুবি: নিখোঁজদের মধ্যে ২ জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
দৌলতখানে ট্রলারডুবি: নিখোঁজদের মধ্যে ২ জেলের মরদেহ উদ্ধার

ভোলা: ভোলার দৌলতখানের মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মেঘনার হাজিরহাট পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- এরশাদ (৩৫) ও আকবর (৩৬)। তাদের বাড়ি উপজেলার চরপাতা গ্রামে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে মমিন (২৫) নামের আরেক জেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় জেলের অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে, সকাল থেকেই কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিমের ডুবরি দল নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালায়।

পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে নয়জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে জাল ফেলেন জেলেরা। এ সময় ঢাকা থেকে হাতায়াগামী তাসরিফ-২ নামে একটি লঞ্চের ধাক্কায় জেলেদের  ট্রলারটি ডুবে যায়। এতে ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে নিখোঁজ হন। ২ জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ একজন।  

এদিকে, নিহত ও নিখোঁজ জেলে পরিবারে চলছে শোকের মাতম।

>>> দৌলতখানে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে নিখোঁজ ৩

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।