ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

আসামি ধরতে গিয়ে স্ট্রোক করে এসআইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
আসামি ধরতে গিয়ে স্ট্রোক করে এসআইয়ের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের সদরে আসামি ধরতে গিয়ে স্ট্রোক করে এসআই তানজিল আল আসাদ (৪৮) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তানজিল আল আসাদ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন। সে গাজীপুর জেলার নুরুল হক প্রধানের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে এসআই তানজিল ওয়ারেন্টের আসামি ধরতে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যায়। সেখানে গিয়ে সে হঠাৎ স্ট্রোক করে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।