ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

নীলফামারী: নীলফামারীতে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঝড় ও শিলাবৃষ্টি গোটা জেলায় ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

প্রায় ১৫ মিনিট ব্যাপী ঝড় বৃষ্টির সঙ্গে এই শিলাবৃষ্টিতে আলু, গম, সরিষা, বোরো ও শাক-সবজির অপূরণীয় ক্ষতি হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুরের কৃষক আজিজার রহমান জানান, হঠাৎ করে ঝড় ও শিলাবৃষ্টির জন্য প্রস্তুত ছিলেন। ছোট ও মাঝারি সাইজের শিলাবৃষ্টিতে তার গম ও সরিষার ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে। ফলে তার অপূরণীয় ক্ষতি হয়েছে।

এদিকে একই কথা বলেন অন্যান্য কৃষকরাও।

নীলফামারী কৃষি বিভাগের উপ-পরিচালক আবু ছিদ্দিক জানান, মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।