ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চান আসামের মুখ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে  চান আসামের মুখ্যমন্ত্রী

ঢাকা: চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে সহযোগিতা চেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আসাম সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর সঙ্গে সৌজন্য সাক্ষতের সময় এ বিষয়ে সহযোগিতা চান হিমন্ত বিশ্ব শর্মা।

তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর বন্দর ব্যবহার বাড়াতে চট্টগ্রাম বন্দরের নানা রকম সংস্কার এবং উন্নয়ন চলছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের নানান আয়োজনে যোগ দিতে সপ্তাহব্যাপী ভারত সফর করছেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ। ভারতের আগরতলা, গুয়াহাটি, দার্জিলিং, শিলিগুড়ি এবং কোলকাতায় নানান আয়োজনে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।