ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেঝেতে পড়ে ছিল মায়ের মরদেহ, ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
মেঝেতে পড়ে ছিল মায়ের মরদেহ, ছেলে আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বন্ধ ঘর থেকে আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে পৌর এলাকার বান্দুটিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আমেনা বেগম পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত ওয়াহেদ আলী স্ত্রী।

মানিকগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, মা ও ছেলে রাতে এক সঙ্গে  ঘুমিয়ে ছিল। পরে রাত সাড়ে ১২ টার দিকে ঘর থেকে ধোয়া উঠতে দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে আমেনাকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে আর ছেলেকে ফিরোজ মিয়াকে পাশেই বসা অবস্থায় দেখে। পরে ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।