ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চৌহালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
চৌহালীতে বজ্রপাতে জেলের মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামুন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে যমুনা নদীর দুর্গম অঞ্চল ঘুশুরিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।

শুক্রবার (২৫ ফেব্রয়ারি) সকালে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মামুনসহ বেশ কয়েকজন জেলে বৃহস্পতিবার গভীর রাতে যমুনায় মাছ ধরতে যান। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলে তারা বাড়ি ফিরতে থাকেন। ঘুশুরিয়ার ঘাটে নেমে তারা দ্রুত হেঁটে বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মামুন।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।