ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশা উল্টে পুলিশ-আসামিসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
অটোরিকশা উল্টে পুলিশ-আসামিসহ আহত ৫ ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পুলিশ কনস্টেবল ও আসামিসহ ৫ জন আহত হয়েছেন।  

শুক্রবার (২৫ ফেব্রয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কের পাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে কামারখন্দ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বিল্লাল হোসেন ও আসামি বলরামপুর গ্রামের বাসিন্দা মো. রাহাত আলীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল শামছুল, অপর আসামি আব্দুল মতিন ও অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন জানান, রাতে গ্রেফতার হওয়া ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে সিএনজি চালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি পাকুরিয়া এলাকায় পৌঁছালে এক্সেল ভেঙে উল্টে পড়ে যায়। এতে দুজন কনস্টেবল, দুজন আসামি ও অটোরিকশা চালক আহত হন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।