ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, প্রধান শিক্ষক ও সহকারী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, প্রধান শিক্ষক ও সহকারী বরখাস্ত আকতার হোসেন ও জাহাঙ্গীর আলম

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে জেকে অ্যান্ড এইচকে উচ্চ বিদ্যালয়ের ৩২ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও অফিস সহকারী মোহাম্মদ আক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গভর্নিং বডির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুইটি চিঠিতে তাদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

একই সঙ্গে দুইটি পদে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে নতুন দুইজনকে।
 
শহীদ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বিদ্যালয়ের ১১টি খাত থেকে ৩২ লাখ ৬২ হাজার ৯৫৫ টাকা আত্মসাৎ করেছেন বলে শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারসহ তিন সদস্যসের অডিট ও তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির বিশেষ সভায় অডিট আপত্তির করণে দুইজনকে বহিষ্কার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।