ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে ৩ হাজার ইয়াবাসহ ১ বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
কাফরুলে ৩ হাজার ইয়াবাসহ ১ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ১৪নং মোড় থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ফাহিম সরকার ওরফে শান্ত নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাহিমের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।

ওসি হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মিরপুরের ১৪নং মোড়ের মানিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতারের বিরুদ্ধে কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।