ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

র‍্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে এসে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
র‍্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে এসে আটক ২ আটকরা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে ক্রেতা সেজে অস্ত্র কিনতে এসে দুই বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব ৭) ফেণী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রামগড় শহরের মাস্টারপাড়া সিনেমা হল সংলগ্ন একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিলন ওরফে মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল (২৮)। মিলন রামগড় পৌরসভার নদীর কূলের আবু তাহেরের ছেলে ও সোহেল মাস্টারপাড়ার মৃত এবায়দুলের ছেলে।

জানা যায়, র‍্যাবের কয়েকজন সদস্য ক্রেতা সেজে আসে মুরগি মিলন ও সোহেলের কাছ থেকে অস্ত্র কিনতে। পরে একটি দোকানে বসে দরদাম করছিলেন তারা। এক পর্যায়ে ছদ্মবেশ ধরে থাকা র‍্যাবের সদস্যরা একটি দেশী পিস্তল, দুই রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ তাদের আটক করে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব ৭ এর ফেণী ক্যাম্পের সদস্যরা আটক দুই আসামিকে রামগড় থানায় হস্তান্তর করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর জানান, জব্দকৃত আলামতসহ দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ফেনী র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।