ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
কামারখন্দে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাসের ধাক্কায় পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার চর ঝাঐল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে জানান, একটি পিকআপ ভ্যান যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে পিকআপ ভ্যানটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পিকআপে থাকা তিনজন যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং একজন আহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। একই সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।