ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মী বাউর জলাবনে নির্মাণ হচ্ছে গেস্ট হাউজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
লক্ষ্মী বাউর জলাবনে নির্মাণ হচ্ছে গেস্ট হাউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় লক্ষ্মী বাউর জলাবনে গেস্ট হাউজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপর শেষে প্রতিমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

 

২৫ লাখ টাকা ব্যয়ে গেস্ট হাউজটি নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

হবিগঞ্জর জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহানের সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সঞ্চালনায় সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান প্রমুখ।

বানিয়াচং উপজেলায় অবস্থিত প্রায় ৩ কিলোমিটার আয়তনের জলাবনটি পর্যটক প্রিয় রাতারগুল সোয়াম ফরেস্টের চেয়েও বড় এবং পর্যটনে অপার সম্ভাবনাময়। গেস্ট হাউজ নির্মাণ হলে স্থানটি আরও জনপ্রিয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।