ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ গাঁজাসহ আটক ৩ মাদককারবারী

ঢাকা: রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে শাহবাগের সেক্রেটারিয়েট রোডের নীমতলী গেটের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন- মো. রমজান আলী ওরফে আলী হোসেন, মো. রানা মিয়া ওরফে মানিক ও মো. জাহিদ হাসান ওরফে হ্নদয়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ফজলে এলাহী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদককারবারীরা পুলিশকে দেখতে পেয়ে সঙ্গে থাকা বক্সসহ পালানোর চেষ্টা করে। তখন তাদের ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদককারবারীদের নামে শাহবাগ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।