ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাকশী পেপার মিল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রথম প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
পাকশী পেপার মিল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রথম প্রস্তুতিসভা অনুষ্ঠিত

পাবনা (ঈশ্বরদী): বৃটিশ স্থপতিদের অবাক করা স্থাপত্য ও দৃষ্টিনন্দন হার্ডিঞ্জ ব্রিজের রেললাইন ধরে কিছুটা সামনে সবুজ ঢালে রূপপুর সাঁকো। কিছু সামান্য সামনে গেলে সহজেই দেখা মিলবে নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের।

 

বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি পালন করতে যাচ্ছে প্রাক্তনী শিক্ষার্থীরা। চলতি বছরের শেষের দিকে 'রজত জয়ন্তী'তে দুইদিন ব্যাপী বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রথম প্রস্তুতিসভা শেষ হয়েছে।  

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে বসেছিল প্রাক্তন শিক্ষার্থীদের চা-চক্রের আড্ডা। এসময় বিদ্যালয়ের প্রাক্তন এসএসসির বিভিন্ন ব্যাচের ৮৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

রজতজয়ন্তী পালন করার প্রথম প্রস্তুতিসভায় বক্তব্যে রাখেন, প্রাক্তন ছাত্র মোস্তফা ইমরুল কায়েস পারভেজ,আকতার আনজাম হোসেন ডন, সাইফুজ জামান পিন্টু, মজিবুল হক পিন্টু মনিরুল ইসলাম লাবলু, আনোয়ার সাদাত কাওছার, আব্দুল গাফফার ফিরোজ, মাসুদ রানা, আসলাম উদ্দিন খাঁন,আনিছুর রহমান হিরোক, সাইফুল আলম শাহিন,রাশেদুল বারী জনি প্রমুখ।  

পাকিস্তান আমলে স্থাপিত উত্তরাঞ্চলের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান ছিল পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস। ১৩৩ একর জমির ওপর ১৯৬৬ সালে জার্মান প্রতিষ্ঠান মিলটি তৈরী করলেও মহান স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে মিলটি পুরোদমে উৎপাদনে গিয়েছিল। আখের ছোবড়া দিয়ে সুন্দর উন্নতমানের সাদা কাগজ তৈরী হতো পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলে। তখন মিলের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য  কলোনিও গড়ে ওঠে। তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য নির্মিত হয় পাকশী পেপার মিলস হাই স্কুল।

২০০২ সালে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলটি তৎকালীন বিএনপি-জামায়াত জোটের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী লোকসানের অজুহাতে মিলটি বন্ধ করে দিয়েছিল।

তারপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়া চলছিল ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পেপার মিলস উচ্চ বিদ্যালয়। অর্ধশত বছরে দাড়িয়ে থাকা ওই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন অনেক মেধাবী শিক্ষার্থী দেশ-বিদেশেসহ দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থেকে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছেন। প্রাক্তনীদের প্রয়াসে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস উচ্চ বিদ্যালয় ২০২২ সালের শেষে বিদ্যালয়টির ৫০ বছর উদযাপন করার পরিকল্পনা নিয়েছেন

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।