ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৮ পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৮ পর্যটক আহত সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৮ পর্যটক আহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে আট পর্যটক আহত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের ১০কিলোনামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটকবাহী ওই গাড়িটি সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি জেলায় ফিরছিল। পথিমধ্যে সাজেক ইউনিয়নের ১০ কিলোনামক এলাকায় আসলে সেটি উল্টে যায়। এতে আট পর্যটক আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।