ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় অগ্নিকাণ্ড, ৩০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
কসবায় অগ্নিকাণ্ড, ৩০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কসবা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ জানান, রাত সাড়ে ১০টায় স্থানীয় লোকজনের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পান। আগুনের তীব্র হওয়ায় কসবার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট করে জানা যায়নি। চালের গুদাম, লাইব্রেরি ও তেলের মিলসহ বিভিন্ন পণ্যের ৩০টি দোকান পুড়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।


বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।