ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা সাঁতারকুলে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাঁতারকুল আলীর মোড়ে মাহবুব ইলেকট্রনিকস লিমিটেড নামে কারখানাটিতে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার উপাদিক গ্রামের আবুল বাশারের ছেলে সে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারখানাটির মালিক ও খালাতো ভাই মাহবুব আলম জানান, আড়াই বছর ধরে শাকিল কারখানাটিতে কাজ করছিল। রাতে সেখানেই থাকতো। সকালে অন্য শ্রমিক কারখানাটিতে গিয়ে দেখে ফ্লোরে পড়ে আছে শাকিল।

তাদের ধারনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।