ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টিকা নিতে গিয়ে ভবনের রেলিং ভেঙে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
টিকা নিতে গিয়ে ভবনের রেলিং ভেঙে আহত ১০

ভোলা: ভোলার লালমোহনে কালমা ইউপির জরাজীর্ণ ভবনের রেলিং ভেঙে টিকা নিতে আসা দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- নিবিয়া (৭০), সীমা (২৮), পারুল (৬০), জুলেখা (১), মিনারা, পারভিন (৪০) ও রোমানা (৩৬)। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার গণটিকা নিতে আসছিলেন নারী পুরুষ। এ সময় ইউপি ভবনের দ্বিতীয় তলায় অবস্থানরত টিকা গৃহিতারা লোকজনের চাপে পড়ে রেলিং ভেঙ্গে যায়। এতে দুই শিশুসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

লালামোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজারা বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।