ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
বরিশালে ৫০ মণ জাটকা জব্দ ফাইল ফটো

বরিশাল: বরিশাল নৌ-পুলিশের অভিযানে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে।  

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে খয়রাবাদ সেতুর ঢালে এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

 

বরিশালের দপদপিয়া খয়রাবাদ সেতুর ঢালে নলছিটি জিরো পয়েন্ট এলাকায় একাধিক যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়।  

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল নৌ পুলিশের জাটকা বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় ৫০ মণ জাটকা জব্দ করা হয়।  

পরে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় বরিশাল পুলিশ লাইনস মাঠে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।