ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রেম করে বিয়ে, ২ মাস পর একসঙ্গে আত্মহত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
প্রেম করে বিয়ে, ২ মাস পর একসঙ্গে আত্মহত্যা! প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা এলাকার রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) ও দিনাজপুর কাশিপুরের মো. রনির মেয়ে সালমা আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আকাশ ও সালমা প্রেম করে ২ মাস আগে বিয়ে করেন। পরে তারা সফিপুর দক্ষিণপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সালমা স্থানীয় কার্টন ফ্যাক্টরিতে চাকরি করেন এবং আকাশ অটোরিকশা চালান। শুক্রবার রাতে তারা ঘুমিয়ে পড়েন। পরে শনিবার সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮, ফেব্রুয়ারি ২৬, ২০২২।  
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।