ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাসিককে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার ভারত সরকারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
রাসিককে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার ভারত সরকারের

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনকে (রাসিক) একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিন রাজশাহী সিটি করপোরেশনকে এ উপহার দেওয়া হলো।

এ সময় ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, রাজশাহীতে সফররত ভারতীয় অতিথি ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।