ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে সিডির মোড় এলাকায় ট্রাক্টরচাপায় আলিফ হোসেন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুঘটনা ঘটে।

আলিফ একই এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল আলিফ। এ সময় যাত্রাপুর থেকে কুড়িগ্রামগামী বালু বোঝাই একটি ট্রাক্টর শিশুটিকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আলিফের মৃত্যু হয়।  

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।