ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভুঞাপুরে ট্রাকচাপায় নারীর হাত দ্বিখণ্ডিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
ভুঞাপুরে ট্রাকচাপায় নারীর হাত দ্বিখণ্ডিত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ট্রাকচাপায় চায়না বেগম (৫০) নামে এক নারীর হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের উপজেলার বাগবাড়ী এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

আহত ওই নারী জেলার ঘাটাইল উপজেলার দেউলিয়াবাড়ী ইউনিয়নের পাকুটিয়া চকপাড়া গ্রামের আবেদ আলীর স্ত্রী।

আহত নারীর মেয়ের জামাতা কাবিল বাংলানিউজকে জানান, একটি মাহিন্দ্র গাড়িতে করে বঙ্গবন্ধু সেতুতে পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিলাম। এসময় বেপরোয়া বালুবাহী একটি ট্রাক (ঢাকা- মেট্রো ট- ২০-৫৪৫১) মাহিন্দ্র গাড়িটিকে অতিক্রম করার সময় চাপা দেয়। এতে তার হাত দ্বিখণ্ডিত হয়ে একটি অংশ সড়কে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, অবৈধ বালুর ঘাটের ট্রাকগুলো সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বাংলানিউজকে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।