ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ব‌রিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার কাকলী (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

মরিয়ম একই উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের রাশেদ সরদারের মেয়ে।

মৃত শিশুটির মা ময়না বেগম জানান, সকালে বাড়িতে মরিয়মকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরিয়মকে নিথরাবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মেয়েকে নিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলা‌দেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৬, ২০২২
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।