ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন।  

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় মৃত নিসামং মারমার ছেলে মংসিংশৈ মারমাকে (৩৮) গুলি করে কয়েকজন দুর্বৃত্ত।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি রোয়াংছড়ির নতুন পাড়ায় নিজ বাড়ির পাশে গোসল করতে যায়, এসময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বাংলানিউজকে জানান, একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে হত্যার কারণ এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।  

তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।