ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যমুনা তীর রক্ষা বাঁধের ডাম্পিং জোনে ৬০ মিটার ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
যমুনা তীর রক্ষা বাঁধের ডাম্পিং জোনে ৬০ মিটার ধস যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ডাম্পিং পয়েন্টে ধস।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শুষ্ক মৌসুমেও যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ডাম্পিং পয়েন্টে ধস দেখা দিয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সদর উপজেলার বালি ঘুগরী এলাকায় নদী তীর রক্ষা বাঁধের নিচের অংশে অন্তত ৬০ মিটার এলাকায় ধস নেমেছে।

এতে বাঁধটি হুমকির মুখে পড়েছে।  

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরেই বালি ঘুগরী এলাকায় বাঁধের নিচের অংশে ফাটল দেখা দেয় এবং ধীরে ধীরে মাটির স্যাংক ধসে যেতে থাকে। শনিবার দুপুরে প্রায় ৬০/৭০ মিটার এলাকা ধসে যায়।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন জানান, বালি ঘুগরী এলাকায় নদী তীর রক্ষা বাঁধটির সামনে নদীর মাঝখানের অংশে চর জেগে উঠেছে। এতে যমুনার তীব্র স্রোত বাঁধের ডাম্পিং জোনের পাশ দিয়ে বইছে। ফলে ডাম্পিং জোনের ৬০ মিটারের মতো এলাকা ধসে গেছে। তবে, বাঁধের স্লোবের কোন ক্ষতি হয়নি। ওই এলাকা আমরা সবসময় পর্যবেক্ষণ করছি। এ নিয়ে আতংকের কিছু নেই।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।