বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ায় একই পরিবারের পাঁচজনকে (বাবা ও চার ছেলে) হত্যার ঘটনায় গ্রেফতার ২২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক মো. নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাঁচজনকে হত্যার ঘটনায় লেংঙি ম্রোর স্ত্রী হাই পোয় ম্রো (৪৫) বাদী হয়ে ২২ জনকে আসামি করে রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ সব আসামিদের গ্রেফতার করে।
জমি বিরোধ, পারিবারিক দন্দ্ব আর মনোমালিন্যের কারণে গত ২৪ ফেব্রুয়ারি রাতে রুমার গালেঙ্গ্যা ইউনিয়নের আবুপাড়ার কারবারী ও তার চার ছেলেকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে ও ঘটনায় জড়িত ২২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
>>> রুমায় বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা
>>> জমি বিরোধের জেরে বাবাসহ ৪ ছেলেকে হত্যা
>>> বাবাসহ ৪ ছেলে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি
>>> রুমায় ৫ জনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২২
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসআরএস