ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস ড. আবদুস সাত্তারকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস ড. আবদুস সাত্তারকে সংবর্ধনা ইমেরিটাস ড. আবদুস সাত্তারকে সংবর্ধনা

ফরিদপুর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়।  

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মণ্ডল।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হযরত আলী প্রমুখ।  

সঞ্চালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরুন কুমার সাহা।

অনুষ্ঠানে ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সম্মাননা পদক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

গবেষণায় গৌরবজনক অবদান রাখায় ২০২২ সালে ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে একুশে পদক দেওয়া হয়। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ। কর্মজীবনে তিনি কৃষি বিদ্যালয়ে অধ্যাপনা ও পরে উপাচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।