ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টিকা দানের লক্ষ্যমাত্রা ছাড়ালো ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
টিকা দানের লক্ষ্যমাত্রা ছাড়ালো ডিএসসিসি

ঢাকা: দেশব্যাপী গণটিকা কার্যক্রমের আওতায় লক্ষ্যমাত্রার থেকে বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে ৯টি সর্বমোট ৬৭৫টি কেন্দ্রে এই গণ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হওয়া আজকের কার্যক্রমে সর্বমোট ৩ লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা থাকলেও, ৩ লাখ ৬১ হাজার ৭৯৬ জন টিকা গ্রহণ করেছেন। ফলে, লক্ষমাত্রার চাইতে ২৪ হাজার ২৯৬ জন বেশি টিকা গ্রহণ করেন।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল ও আগামী পরশু (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) এই গণটিকা কার্যক্রম চলবে।

রোববার ও সোমবার প্রতি ওয়ার্ডে ৪টি করে কেন্দ্র হিসেবে দক্ষিণ সিটির সর্বমোট ৩০০ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।  

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়রি ২৬, ২০২২
আরকেআর/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।