ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ভুট্টু জামাল (৫০) নামের এক ভ্যান চালক মারা গেছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রায়েরবাগ ও মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করে।

মৃত জামালের গ্রামের প্রতিবেশী আব্দুল বাতেন জানায়, তাদের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার বলিবাড়ি গ্রামে। জামালের পিতার নাম মুজিবুর রহমান। বর্তমানে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ফার্নিচার মার্কেটে থাকতেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানায়, রাতে জামাল ভ্যান চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, লাব্বাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়রি ২৭, ২০২২
এজেডএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।