নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় কাঠ বোঝাই হ্যান্ড ট্রলি উল্টে এর চালক শাকিল (২৩) নিহত হয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক শাকিল জামালপুর সদরের নামা কচুন্দরা এলাকার ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, শাকিল কাঠ বোঝাই হ্যান্ড ট্রলি নিয়ে রাতে জামালপুর থেকে কেন্দুয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে বঙ্গানিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক শাকিল কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় একটি মসজিদের ইমাম ঘটনাটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে শাকিলের মরদেহ উদ্ধার করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআই