নাটোর: বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৪০ জন ব্যক্তি বাস করছেন। দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানি-রপ্তানি, দেশজ উৎপাদন অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক মো. শাহ আলম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
সভায় মো. নাদিম সারওয়ার বলেন, উন্নত জীবনের সোপান তৈরি করে সঠিক পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পরিসাংখ্যিক তথ্যে কোনো বিকল্প নেই। শুমারি এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরএ