ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিড়ি শিল্পে শুল্ক কমানোর দাবি শ্রমিকদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
বিড়ি শিল্পে শুল্ক কমানোর দাবি শ্রমিকদের  মানববন্ধন।

রংপুর: আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক কমানো, অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়ন।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর চেম্বার অব কমার্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো- সরেজমিনে পরিদর্শন ছাড়া কারখানার লাইসেন্স না দেওয়া, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি বন্ধে ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশি বিভিন্ন তামাকজাত কোম্পানি এসে কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে। তাদের চক্রান্তে বিড়ি শিল্প পথে বসে যাচ্ছে। অতিরিক্ত করের কারণে বিড়ি শিল্পের টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে।

রংপুর অঞ্চলে কয়েক হাজার কোটি টাকার তামাক উৎপাদন হলেও বিদেশি কোম্পানির সিন্ডিকেটে চাষিরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন না তেমনি বিড়ি শিল্পও ধ্বংসের মুখে পড়েছে।

তারা আরও বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে রংপুর অঞ্চলের অসহায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, নদী ভাঙনকবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গসহ লাখ লাখ সুবিধাবঞ্চিত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এতে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

রংপুর জেলা (হারাগাছ) বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি।  

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।  

মানববন্ধন শেষে রংপুর চেম্বার অব কমার্স এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।