নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র ও ইয়াবা বেচাকেনার সময় তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
এর আগে, রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো.শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪ ), চৌমুহনী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি ( ২৪ ) ও একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল (২৩)।
পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার দিনগত রাতে অবৈধ অস্ত্র ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে থেকে ১টি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি বলেন, সোমবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জেডএ