ঢাকা: বাংলাদেশ সরকার যুদ্ধ সমর্থন করে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রিসভার বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা ছিল কি না জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, নির্দেশনা একটা ছিল, যারা ইউক্রেনে আছে, তারা যেন শেল্টার পায় বা তাদের সরিয়ে আনার চেষ্টা করা। আর এ যুদ্ধের ব্যাপারে আমরা এখনো পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, আমরা কোনো সাইড নিচ্ছি না। যুদ্ধ আমরা সমর্থন করি না। আমাদের এ মুহূর্তে আর কোনো বক্তব্য নাই।
বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮,২০২২
জিসিজি/জেডএ